সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩,৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. উসমান গণি।
তিনি জানান, সোমবার সকালে র্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ ৫,১৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুর জেলার সাতখামার গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মো. আজগর আলী (৫৮) ও তার মেয়ে মোছা. রাবেয়া বেগম (৪৫)।
তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে