বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আগামী ১১ নভেম্বরের পর থেকে স্বাধীনতা বিরোধী শক্তিকে আর মাথা উচু করে দাড়াতে দিবে না যুবসমাজ।’
বুধবার (৯ নভেম্বর) যুবলীগের মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
অন্য যে কোন বারের প্রতিষ্ঠাবার্ষিকীর চেয়ে এবারে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পূর্ণ আলাদা দাবি করে পরশ জানান, সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে যুবলীগের নেতাকর্মীদের প্রতি। রাজপথে বিরোধী দলের হুঙ্কার ও সহিংসতা মোকাবেলার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচারে মাঠে কাজ করবে যুবলীগ।

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগ পর্যন্ত রাজপথ নিজেদের দখলে রাখতে সমাবেশে উপস্থিত যুবসমাজের প্রতি নির্দেশ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ ডিসেম্বর নয় যুবলীগ ১২ নভেম্বর থেকেই রাজপথে দখলে নেবে বলেও মন্তব্য করেন যুবলীগ চেযারম্যান।
পরশ বলেন, আগামী ১১ই নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় যুব মহাসমাবেশ করবে যুবলীগ। জনসমুদ্রে পরিনত হবে যুব মহাসমাবেশ। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত এর সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে।
যুবলীগের সংবাদ সম্মেলনে শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা সহ দলের কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সফি.প্রতি/পলাশ