AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার জন্মদিন ৬টা: কাদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০০ পিএম, ১৮ আগস্ট, ২০২২
খালেদা জিয়ার জন্মদিন ৬টা: কাদের

 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন ৬টা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের মানুষের সাথে ভুয়া জন্মদিন নাটক আর কতদিন করবেন বলেও প্রশ্ন রেখেছেন কাদের।

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) গণমাধ্যমের সামনে কাদের আরও বলেন, ৭১ পরাজিত শক্তিরাই ১৫ই আগস্ট ষড়যন্ত্র করেছিল। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দোলার সাথে যেমন ঘটেছিল বিশ্বাস ঘাতকতা, তেমনি বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল জিয়াউর রহমানসহ অন্যরা।

 

অভিযোগ করে কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যায় জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিরা সাহস পেত না।

 

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, কানাডা-আমেরিকা খুনিদের ফিরিয়ে দিচ্ছে না। আমরা খুনিদের ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। এটা বাংলার মানুষের দাবি। বঙ্গবন্ধুকে হত্যার সময় কোন রাজনৈতিক নেতা সাড়া দেয়নি। কারো কোন তাগিদ ছিল না। এ দায় রাজনৈতিক নেতাদের বয়ে বেড়াতে হবে।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলরা আন্দোলন ব্যর্থ হলে দোষ সব আওয়ামী লীগের। ১৩ বছর ধরে আন্দোলন করছে, দিন যায় মাস যায়, পদ্মার পানি কত শুকিয়েছে। কিন্তু আন্দোলন শেষ হয় না।

 

বর্তমান সংকটের কথা তুলে ধরে কাদের বলেন, বৈশ্বিক পরিস্থিতি মূল্য দিতে হচ্ছে শেখ হাসিনার সরকারকে। আমাদের কোন দোষ নেই, ধৈর্যহারা হবেন না, এদিন থাকবে না। মানুষ কষ্ট পাচ্ছে, কষ্ট লাঘবে উদ্যোগ চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। এ দুর্দিন কেটে যাবে। সুদিন ফিরে আসবে।

 

একুশে সংবাদ/জ.হ

Link copied!