সরকার উন্নয়নের নামে লুটপাট করছে তার উন্নতম প্রমাণ পদ্মা সেতু। সরকার আগামীতেও এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (২৮ মে) দুপুরে বিজয়নগর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় এসে এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট বন্ধ করুন। দেশের মানুষ রাস্তায় নেমে আসলে পালাবার পথ পাবেন না। তাই এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দিন বলেও হুঁশিয়ারি দেন তিনি। ছাত্রলীগকে ছাত্র নামধারী গুন্ডা বাহিনী বলেও মন্তব্য করেন তিনি।
পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চারপাশে যানবাহনে আটকে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
একুশে সংবাদ.কম/য.ট.জা.হা