AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২১ পিএম, ২০ এপ্রিল, ২০২২

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তা

ছবি: সংগৃহীত

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শিল্পপতিদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'রাজনৈতিকভাবে বিভিন্ন দলের সঙ্গে আমাদের মতভেদ থাকতে পারে। কিন্তু আপনি যখন বাংলায় থাকবেন, জানবেন আপনি আমাদের পরিবারের অংশ'।

২ বছর পর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে। আজ, বুধবার থেকে নিউটাউনের কনভেনশন সেন্টারে শুরু হল এই সম্মেলন। চলবে ২ দিন। বিশ্বের ৪২ টি দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। মুখ্যমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা বিশ্বমানের পরিকাঠামো তৈরি করেছি। নারী ক্ষমতায়ণে কাজ করছে বাংলা। সামাজিক সুরক্ষায় বাংলা দেশের সেরা'। 

মুখ্যমন্ত্রী বক্তৃতার শেষ লগ্নে রাজ্যপালকে বার্তা দেন। মঞ্চে হাতজোড় করে তিনি বলেন, 'আমরা কেন্দ্রীয় সরকারের থেকে সব রকমের সাহায্য চাই। আমি রাজ্যপালকে অনুরোধ করব, আপনি কেন্দ্রের সঙ্গে কথা বলুন। বিভিন্ন এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের হয়রান না করা হয়'।

একুশে সংবাদ / জি24 / এস.আই

Link copied!