বুথের মোট যা ভোটার সংখ্যা, তার থেকেও বেশি ভোটে জয়ী হয়ে গেলেন তৃণমূলের তিন প্রার্থী। তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধান বুথের মোট ভোটার সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার হাবড়া-২ ব্লকে।
সেখানে গ্রাম পঞ্চায়েতের তিন জন তৃণমূল প্রার্থীর জয়ের এমন অস্বাভাবিক ব্যবধান দেখে এ দিন বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
হাবড়া-২ ব্লকের তিন জন তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান তাঁদের বুথের মোট ভোটারের থেকে বেশি, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মহম্মদ নুরউদ্দিন সহ বেশ কয়েকজন। অভিযোগ শুনে রীতিমতো অবাক হয়ে যান বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগ সত্যি কি না এবং এমন সত্যি ঘটে থাকলে কীভাবে তা সম্ভব হল, তা জানতে চেয়ে হাবড়া-২ ব্লকের বিডিও-র থেকে কৈফয়ত তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা৷ আগামী ৪ অগাস্টের মধ্যে বিডিও এবং রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
একুশে সংবাদ.কম/র.ই.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

