AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৪ পিএম, ৮ মে, ২০২৫

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল

সরকারি আদেশে সশস্ত্র বাহিনীকে আগামী ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন দেশের সব জেলায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) ক্ষমতা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই থাকা এক প্রজ্ঞাপনে এ বিষয় নিশ্চিত করা হয়। এই মেয়াদ শেষ হওয়ার পর সরকারের এতিমিরাদেশক্রমে ফের দু’মাসের আরও বৈধতা দেওয়া হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারার ওপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার সমমানের কমিশনপ্রাপ্ত কর্মকর্তা (বিজিবি ও কোস্টগার্ডের সমমানের কর্মকর্তাসহ) অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যক্রম চালানোর ক্ষমতা রাখবেন।

২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুই মাসের সময়সীমায় এ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা কার্যকর করা হয়। এরপর ১৫ নভেম্বর, ১২ জানুয়ারি ও ১৩ মার্চ—মোট তিন দফায়—প্রতিটিতে আবারও ৬০ দিন করে মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সরকার। দফায় দফায় এই ক্ষমতা অব্যাহত রাখার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ও জনস্বার্থে গুরুত্বারোপ করেছে।

নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধ দমন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সমন্বিত ভূমিকা অব্যাহত থাকবে। আদেশটি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হয়েছে।

 


একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!