সংস্কার বিষয়ক জাতীয় ঐকমত্য গড়ে তুলতে নাগরিক ঐক্য ও জাতীয় ঐকমত্য কমিশনের বর্ধিত কমিটির যৌথ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) জাতীয় সংসদ ভবনের এল.ডি. হলে অনুষ্ঠিত সভায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “যদিও প্রত্যেক রাজনৈতিক দলের ভিন্নমাত্রিক মতামত থাকবে, তবু কিছু মৌলিক ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলই ঐকমত্যে আসতে বাধ্য।”
কমিসনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ অন্যরাও সভায় অংশ নেন। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল—মোফাখ্খারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি ও সাকিব আনোয়ার—ও আলোচনায় উপস্থিত ছিলেন।
আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “কমিশনের একার পায়ে হাঁটা যথেষ্ট নয়; রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি তাদের সহযোগী ও প্রতিপক্ষ দলকেও ভূমিকা নিতে হবে, যেন একটি সর্বসম্মত ‘জাতীয় সনদ’ রূপায়ণে সফল হওয়া যায়।”
জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমনসহ পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশাদি নিয়ে ইতোমধ্যে ৩৯টি রাজনৈতিক দলকে মতামত পাঠানো হয়েছে; এ পর্যন্ত ৩৫টি দল আপন–আপনিতে মতামত জমা দিয়েছে।
আগামী সময়ে আরও বহুল রাজনৈতিক ও সামাজিক অংশীদারের সাথে আলোচনা চালিয়ে ২০ মার্চ থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া আনুষ্ঠানিক সংলাপ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে এক সমন্বিত ও কার্যকরী সংস্কার-দলিল তৈরি করা যায়।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :