AB Bank
ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৩ বছর পর আর্মি-পুলিশের রেশনের চাল-গমের দাম বাড়ল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৫১ পিএম, ২৭ জুন, ২০২৪
৩৩ বছর পর আর্মি-পুলিশের রেশনের চাল-গমের দাম বাড়ল

তিন দশক পর সরকারি ১০টি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের দেয়া রেশনের চাল ও গমের দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জারি করা এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রেশনের চাল ও গম বিক্রি করা হবে ১০টি ‘বিশেষ জরুরি হিসেবে প্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানের’ জনবলের কাছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদফতর, দুর্নীতি দমন কমিশন (দুদক), কারা অধিদফতর, বেসরকারি প্রতিরক্ষা, অগ্নিনির্বাপণ অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলোর রেশন পাওয়া চাকরিজীবীদের কাছে চাল ও গমের বিক্রিমূল্য হবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

অর্থ বিভাগ বলেছে, ‘বিভাগ থেকে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হবে।’

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর রেশনের দাম বাড়াল। এর আগে সবশেষ ১৯৯১ সালে রেশন পণ্যের দাম নির্ধারণ করেছিল সরকার। এতদিন সরকার রেশনের চাল ১ টাকা ৫০ পয়সা ও গম ১ টাকা ২০ পয়সা কেজি দরে বিক্রি করে আসছিল এবং এটা ছিল নির্ধারিত। আগামী ১ জুলাই সোমবার থেকে নতুন দাম হতে পরে চাল ১১ ও গম ১০ টাকা কেজি।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
 

Link copied!