গাজীপুরের কালিয়াকৈরে কোচ আদিবাসী সনাতন ধর্মাবলম্বী এবং সংগঠন এর নেতৃবৃন্দের সাথে বর্তমান অবস্থার প্রেক্ষিত করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের নিজস্ব বসভবন মাটিকাটা গ্রামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ঊষা রঞ্জন কোচ ও কোচ আদিবাসী সংগঠন, কালিয়াকৈর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কোচ সুমিত কুমার মদন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
প্রধান অতিথি বলেন ,কালিয়াকৈরের কোচ আদিবাসী সম্প্রদায়ের সাথে আজ থেকে নতুন করে আবারও অটুট বন্ধন সৃষ্টি হলো। তিনি বলেন কোচ আদিবাসী সম্প্রদায়ের মন্দির, গীর্জার তালিকা দেন যেগুলোর সংস্কার করার দরকার আমি করব। তিনি বলেন আদিবাসীদের শিক্ষা ও চাকরিতে অনেক পিছিয়ে আছেন ।আমি আপনাদের কথা শুনেছি, আপনাদের যদি কেউ শিক্ষিত ছেলে মেয়ে বেকার থাকে আপনারা আমার কাছে তালিকা দেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে পর্যায়ক্রমে চাকরি দেওয়ার জন্য। তিনি আদিবাসীদের একটি ট্রাস্ট গঠন করার প্রস্তাবনা করেন ও সহযোগিতার আশ্বাস দেন । তিনি বলেন, কালিয়াকৈরে প্রতিটি সম্প্রদায়ের মানুষের সাথে কালিয়াকৈর উপজেলার আদিবাসী যাতে সুখে থাকে শান্তিতে থাকে তার জন্য আমরা বদ্ধপরিকর। তিনি বলেন গাজীপুর ১ আসনের মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সাহেবের সাথে একত্রে আমরা আপনাদের উন্নয়নে সবসময় কাজ করে যাব। তিনি আগামী ১১ মে উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হওয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা চেয়েছেন।
এছাড়াও মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন, কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল , কোচ আদিবাসী সংগঠন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ রায়, উপস্থিত ছিলেন বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন ফাদার জয়দেব বর্মন, কোচ আদিবাসী যুব সংগঠন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাপ্পি খৃষ্টদাস সহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কোচ আদিবাসী নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
একুশে সংবাদ/এস কে