AB Bank
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারা হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি


Ekushey Sangbad
জাহাঙ্গীর আলম
০৬:৪৩ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৪
কারা হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যেমন্ত্রী পরিষদ গঠন, সংসদ নেতা, সংসদ উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ নির্বাচন করা হয়েছে। এখন কারা সংসদীয় কমিটির প্রধান হবেন, কারা এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে বর্তমান ক্ষমতাসীন দল (আওয়ামী লীগ)। ইতিমধ্যে মন্ত্রী পরিষদ গঠন, সংসদ নেতা, সংসদ উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার,চীফ হুইপ, হুইপ নির্বাচন করা হয়েছে।

এখন সংসদের কারা স্থায়ী কমিটির সদস্য হবেন, কারা বিরোধী দল হচ্ছেন। কারা হবেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য।তা নিয়ে চলছে সারা দেশে আলোচনা। আগামী আগামী ৩০ জানুয়ারি শুরু হওয়া নতুন সংসদের প্রথম অধিবেশনের দিকে দৃষ্টি সবার।

সংসদ সূত্র জানায়, আগামী ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশণ বসতে যাচ্ছে। একই সঙ্গে রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেবন। সেই ভাষণের ওপর মাসব্যাপী সংসদ সদস্যরা আলোচনা হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ সংসদ নেতা হিসেবে দলীয় সভাপতি শেখ হাসনিাকে সংসদ নেতা ও সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন দলের উপদেষ্টা মন্ডলির সদস্য বেগম মতিয়া স্পিকার স্বপদে বহাল হয়েছেন ড. শিরীন শারিমন চৌধুরী ও ডেপুটি স্পিকার স্বপদে বহাল হয়েছেন শামসুল হক টুকু। একাদশ সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী স্বপদে বহাল আছেন। তবে পরিবর্তন আসছে সরকারি দলের হুইপ পদে। কারণ একাদশ সংসদের তিনজন হুইপ সংসদ সদস্য নির্বাচিত হননি। এরা হলেন মাহবুব আরা গীনি, শামসুল হক ও আতিউর রহমান আতিক।

নবনিযুক্ত হুইপগণ হলেন- ইকবালুর রহিম এমপি ( দিনাজপুর -৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মো: নজরুল ইসলাম বাবু এমপি (২নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩), এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপি ( নড়াইল-২)।

এদিকে এখনও ফয়সালা হয়নি সংসদে বিরোধী দলের ইস্যু। যদিও  জাতীয় পার্টি ইতোমধ্যে প্রধান বিরোধী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। সেই অনুযায়ী দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদীয় দলের নেতা নির্বাচন করেছে জাতীয় পার্টি। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা, মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংসদীয় দলের চিফ হুইপ ও সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে জাতীয় পার্টির হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। দলটি তাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে বিরোধী দলীয় নেতাসহ সংশ্লিষ্ট পদগুলোর স্বীকৃতি পেতে স্পিকারকে চিঠি দিবে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,বিরোধী দলীয় নেতা ঠিক করবেন স্পিকার। এটা তার এক্তিয়ার। আমাদের সংসদীয় দলের সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকাকে জানাবো।

অপরদিকে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের জোটবদ্ধভাবে বিরোধী দলের ভূমিকার থাকার কথা শোনা গেলেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারী এই স্বতন্ত্র এমপিদের বেশিরভাগই বিরোধী দলের ভূমিকা পালনে অনাগ্রহী। তারা যে কোনো ফরম্যাটে সরকারের কাছাকাছি থাকতে চান।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ৬২ জন। এর মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের নেতা। তবে প্রধানমন্ত্রী সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন। সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য, বিশেষ করে দলীয় নেতা যারা স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের ভূমিকা কী হবে, তাদের পাওয়া আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন কীভাবে বা কাদের বণ্টন করা হবে-এসব বিষয়ে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিবেন।

অপরদিকে নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গত ৯ জানুয়ারি গেজেট হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের। এই হিসাবে আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট করতে হবে। ভোটার তালিকা প্রস্তুতসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে নির্বাচন কমিশনকে আগামী ২০ ফেব্রুয়ারির পরে তফসিল ঘোষণা করার কথা।

আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, কল্যাণ পার্টি একটি,স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ৬২ জন। এর মধ্যে ৫৮ জন আওয়ামী লীগের নেতা।

দ্বাদশ জাতীয় সংসদ আওয়ামী লীগ এবারের নির্বাচনে আসন পেয়েছে ২২৩টি। সেই হিসাবে দলগতভাবে দলটি সংরক্ষিত আসন পাবে ৩৭টি। স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন। তারা  জোট করলে ১০টি আসন পাবেন। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তারা সংরক্ষিত আসন পাবে ২টি। অন্য তিনটি দল একটি করে আসন পেয়েছে, দল তিনটি একজোট হলে ১ টি সংরক্ষিত আসন  পাবে।

এবারের সংসদে সংরক্ষিত আসনে অধিকাংশই নতুন মুখ আসছে। এর মধ্যে ত্যাগী নেতাদের পরিবারের সদস্য, সংস্কৃতি, বিনোনদন অঙ্গণের প্রতিনিধিদের দেখা যেতে পারে।

এদিকে সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে। সংসদীয় কমিটির সভাপতি সংসদে আলাদা রুম, পিএস, গাড়ি, ভাতা ও নিরাপত্তা পেয়ে থাকেন। মন্ত্রী বঞ্চিতদের চোখ এখন সংসদীয় কমিটির সভাপতির পদে।

জাতীয় সংসদে চিফ হুইপ নুরে আলম চৌধুরী বলেন,ত্যাগি, পরিশ্রমী, কর্মীরা স্থায়ী কমিটি ও সংরক্ষিত আসনেরে এমপি হবেন। শুধু অলংকার হিসেবে নয় যোগ্যদেরই  সংরক্ষিত আসনেরে এমপি ও স্থায়ী কমিটিতে রাখা হবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২০১৯ গত ৩০ জানুয়রি শুরু হয়। অধিবেশনের ১০ কার্যদিবসে ৫০ টি কমিটি গঠন করা হয়।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
 

Link copied!