AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিল ঘোষণার দিন থেকেই নির্বাচনকালীন সরকার শুরু: আইনমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১২ পিএম, ২৬ অক্টোবর, ২০২৩
তফসিল ঘোষণার দিন থেকেই নির্বাচনকালীন সরকার শুরু: আইনমন্ত্রী

যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে তখন থেকে নির্বাচনকালীন সরকার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

 

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে। এবারও করতে মাঠে নেমেছে। তাদের এই কাজ সফল হবে না।

 

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই সংসদে এই ধরনের কোনো আইন পাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির এসব দাবি নিয়ে ভাবছে না সরকার।

 

তিনি বলেন, বিএনপির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোনো রকমের সুযোগ নেই। এর বাইরে গিয়ে আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। সরকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর।

 

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা

Link copied!