AB Bank
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ২ শতাধিক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১১ এএম, ৩০ জুন, ২০২৩
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ২ শতাধিক

ঈদুল-আজহা পালন উপলক্ষে কোরবানি দিতে গিয়ে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গরুর শিংয়ের আঘাতে অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। কেউ কেউ কোরবানির পশুর মাংস কাটার ছুরি চালানোর সময়। তাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) বা পঙ্গু হাসপাতাল সূত্রে এই তথ্য জানা যায়।

ঢামেক সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল থেকে কোরবানির পশু জবাই করতে গিয়ে নানাভাবে আহত হয়ে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় ৭০ জন। এরমধ্যে প্রায় সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এদিকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় ১০০ জনের ওপরে। তাদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। অনেকে আবার মাংস কাটতে গিয়ে হাতের রগও কেটে ফেলেছেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, আহতদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। কেউ গরু শিংয়ের আঘাতে, কেউ কোরবানি পশু জবাই দেওয়ার সময় ছুরির আঘাতে, আবার অনেক মাংস কাটার সময় ছুরি কিংবা চাপাতি চালানোর সময় আহত হয়েছেন। এতে কেউ সামান্য, আবার অনেকের আঙুল পর্যন্ত কেটে পড়ে গেছে। এদের দুই-একজন অবজারভেশনে আছেন। তবে তেমন গুরুতর নয়।

 

একুশে সংবাদ/চৌধু

Link copied!