রমজানের শুরুতেই ঈদের কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে রাজধানীর মার্কেটগুলোতে। পছেন্দের পোষাক কিনতে আগেভাগেই কেনাকাটা করছেন বিভিন্ন শ্রেনীর ক্রেতারা। আজ রবিবার রাজধানীর বিভিন্ন শপিং কমপ্লেক্স ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ক্রেতাদের মন জোগাতে মার্কেটে এবার পাওয়া যাবে দেশি পিনাক, চান্দি, বুটিকসহ পাকিস্তানি লনের নিত্যনতুন ডিজাইনের থ্রিপিস, ওয়ান পিসসহ অন্যান্য ব্রান্ডের পোশাকও।
ক্রেতারা জানান, ঈদ উপলক্ষে রাজধানীর শপিংগুলোতে বেশ ভিড় থাকায় পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করা কষ্টসাধ্য কাজ। তাই এখন থেকে ঈদের কেনাকাটা সেড়ে ফেলতে চাচ্ছি। এজন্যই রমজানের শুরুতে শপিং মলে এসেছি।
বিক্রেতারা জানান, ঈদ উপলক্ষ্যে চান্দি ও বুটিকসে কালেকশন ভালো চলছে। ডিজাইনগুলো বেশ উন্নতমানের হওয়ায় ক্রেতাও বেশ খুশি। এবার তুলনামূলকভাবে আমাদের বিক্রি একটু বেশি। ভারতীয় কালেকশনের পাশাপাশি পাকিস্তানি ওরগানজা ও চিকেনকারি বেশ চলছে। পোশাকের দাম ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে। তবে পাকিস্তানি পোশাকগুলোর দাম বেশি। সেগুলোর দাম ৭ হাজার টাকা।
তবে সুতাসহ সব উপকরণের বাড়তি দামের প্রভাব পড়েছে কাপড়েও। সুতার দাম বাড়ার প্রভাব কাপড়ে পড়ার বিষয়ে একজন বিক্রেতা বলেন, সুতার দাম বাড়লে সেটির প্রভাব কাপড়ের ওপরও পড়ে। সেক্ষেত্রে কাপড়, ঘের, রং সব কিছুর দাম মিলিয়ে এবার কাপড়ের দাম একটু বেশি।
একুশে সংবাদ/এসএম