AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআরইউতে চালু হলো সাংবাদিকদের জন্য ভিসা প্রসেসিং সেন্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৩ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ডিআরইউতে চালু হলো সাংবাদিকদের জন্য ভিসা প্রসেসিং সেন্টার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নতুন ভিসা প্রসেসিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে পেশাদার সাংবাদিকরা বিদেশে পেশাগত কাজে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ভিসা আবেদন সংক্রান্ত কাজ এই সেন্টারের মাধ্যমে করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। ভিসা হেল্প সেন্টারটি ডিআরইউ ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার, যিনি কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, এই উদ্যোগ সাংবাদিকদের কাজকে সহজ করবে এবং তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ ও প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ দেবে। এছাড়া, অন্যান্য দেশের সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেও সহায়ক হবে।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি কার্যনির্বাহী কমিটি সদস্যদের কল্যাণে নতুন উদ্যোগ নিচ্ছে। ভিসা প্রসেসিং সেন্টারের মাধ্যমে সদস্যরা ব্যাপক সুবিধা পাবে।

সভাপতি আবু সালেহ জানান, “সদস্যদের সুবিধার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আজকের এই ভিসা প্রসেসিং কার্যক্রম তার অংশ।” সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এখানে স্বল্প সময়ে ও স্বল্প খরচে ভিসা আবেদন সংক্রান্ত সব কাজ করা সম্ভব হবে, এবং সদস্যদের পরিবারের লোকরাও এই সুবিধা পাবেন।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা ফিতা কেটে সেন্টারের কার্যক্রম শুরু করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!