AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিআরআরএফের সভাপতি এন রায় রাজা, সম্পাদক আরেফিন মাসুদ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৩০ পিএম, ১৪ মার্চ, ২০২৪
বিআরআরএফের সভাপতি এন রায় রাজা, সম্পাদক আরেফিন মাসুদ

বাংলাদেশ রেলবিটে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের (বিআরআরএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার এন রায় রাজা এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আরেফিন মাসুদ। এ কমিটি দুই বছরের জন্য কার্যকর থাকবে।

এর আগে বেশ কয়েক দফা বৈঠকের পরে বিগত ৩ মার্চ দুপুরে রেলভবনে অনুষ্ঠিত বিআরআরএফের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সার্চ কমিটি বিআরআরএফের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

গত ১৩ মার্চ রেলভবনে পুনরায় অনুষ্ঠিত কমিটির বৈঠকে সর্ব সম্মতিক্রমে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। বিআরআরএফের গঠনতন্ত্র অনুসারে এ কমিটি দুই বছর মেয়াদে কাজ করবে।

সভাপতি: এন রায় রাজা (সিনিয়র রিপোর্টার, ভোরের কাগজ), সহ সভাপতি: মশিউর রহমান (আনন্দ বাজার), সহ সভাপতি: জুলফিকার আলী ( দৈনিক বাংলাদেশের আলো) সাধারণ সম্পাদক: আরেফিন মাসুদ (বিটিভি), যুগ্ম সম্পাদক: রাজন ভট্টাচার্য (কালবেলা), সাংগঠনিক সম্পাদক: জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা),অর্থ সম্পাদক: সাজ্জাদ হোসেন (বাসস), দপ্তর সম্পাদক: গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাজমুস সালেহীন (সময় টিভি)।

উপদেষ্টা: পিনাকি দাসগুপ্ত (দৈনিক ইত্তেফাক), কিশোর কুমার সরকার (হিন্দুস্থান সমাচার ),  আসাদুজ্জামান সম্রাট (আমাদের নতুন সময়), আসাদুজ্জামান বিকু (দৈনিক পূর্বাঞ্চল)।

নির্বাহী সদস্য:  রেজাউর রহিম (দৈনিক বর্তমান), মাসউদুর হক (ইউএনবি),  জিয়াউল হক সবুজ (বাংলা ভিশন)মনির মিল্লাত (৭১ টিভি),  রুহুল আমিন (ভোরের কাগজ), রতন বালো (দৈনিক আমার বার্তা), এখলাস হোসেন (ইনকিলাব),আমিনুল হক ভূইয়া (দৈনিক গণমুক্তি), নুরুন নবী (ইটিভি), আখতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), জয় কুমার যাদব (দেশ টিভি), শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট),আব্দুর রাজ্জাক রাজ (দৈনিক বর্তমান কথা), রফিকুল ইসলাম পিন্টু (এশিয়ান এইজ),জিহাদুর রহমান জিহাদ (বিটিভি),কাওসার আজম (নয়াদিগন্ত), মোবারক হোসেন (বিডি নিউজ), আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), হাসনাত নাঈম (ঢাকা পোস্ট), নাহিদ সাব্বির (জাগো নিউজ)।

উল্লেখ্য, বিআরআরএফ আগামী ২১ মার্চ রেল ভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম, রেলসচিব, ডিজিসহ রেলবিটে কর্মরত সব সাংবাদিকদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

Link copied!