মা যে আমার
মু আ কুদ্দুস
(সারা বিশ্বের মা`দের জন্য)
আমার মা সাদামাটা
গ্রামের লজ্জাবতী
ঘোমটা ছাড়া চিনে না সে
মহাসড়কের বাতি।
গাঁয়ের যেমন মায়া থাকে
কাদামাটির খেলা
আমার মায়ের তেমন আছে
সোহাগ ভাসা ভেলা।

একটুখানি আড়াল হলে
হতো শুরু খোঁজ
এ কান থেকে ও কান গিয়ে
ডাকতো একা রোজ।
কখন খাবো ঘুমিয়ে যাবো
মা` যে হলেন ছাতা
শুতে গেলে গায়ের উপর
বিছিয়ে দিতেন কাঁথা।
নিজের খাবার লুকিয়ে রেখে
সন্তানের খোঁজ নেন
নিজের ভালো শাড়ি দিয়ে
শার্ট বানিয়ে দেন।

মা যে নিজের সুখ ভুলিয়ে
সবার কথাই ভাবেন
গাছের মতো ছায়া দিয়ে
সবার সাথে থাকেন।
মায়ের মতো নেইকো কিছু
আকাশ ভরা চাঁদ
রাতের বেলা মা আমারি
জড়িয়ে কাটেন রাত।
একুশে সংবাদ/ এসএডি