AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবি ও লেখক তৌফিক সুলতান এর জন্মদিন আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
কবি ও লেখক তৌফিক সুলতান এর জন্মদিন আজ

কবি ও লেখক তৌফিক সুলতান (Poet and Writer Towfiq Sultan) আমাদের প্রিয় একজন লেখক যার লেখা আমরাদের কে মুগ্ধ করে। 

আজকে উনার জন্মদিনে উনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ্ আপনার ভালো করুন। উনার কবিতা গুলো আমাদেরকে অভিভূত করে।

কবি ও লেখক তৌফিক সুলতান ১৯৯৯ সালে ৪ ফেব্রুয়ারীর আজকের এই দিনে গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

ইসলাম তাজ বালিকা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল করিম ও ফাতেমা বেগম এর জ্যেষ্ঠ সন্তান তিনি। বর্তমান সময়ে বেশ আলোচিত নাম কবি, গল্পকার ও প্রাবন্ধিক তৌফিক সুলতান।তিনি বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন, ফিচার ও কলাম লিখে থাকেন। তাছাড়া তিনি সাম্প্রতিক প্রবন্ধ, উপন্যাস ও ছোট গল্প লিখছেন যা আগামীতে বই আকারে প্রকাশ পাবে বলে আশা রাখছি।

আজ ৪ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫তম দিন। 

আজকের এই দিনে যারা জন্ম গ্রহণ করেছিলেন : 

৬২৭ - উম্মে কুলসুম বিনতে আলী।

১৮৩৮ - কত্থক ঘরানার ভারতীয় নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ নামে সুপরিচিত ব্রিজমোহন মিশ্র। (মৃ.২০২২)

১৮৭১ - ফ্রেডরিক এবের্ট‌, জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ, জার্মানির প্রথম রাষ্ট্রপতি। (মৃত্যু. ১৯২৫)

১৮৯১ - এম. এ. আয়েঙ্গার, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, লোকসভার ২য় স্পিকার। (মৃত্যু. ১৯৭৮)

১৯০২ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট ও অভিযাত্রী। (মৃত্যু. ১৯৭৪)

১৯১৭ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।

১৯১৮ - বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়।(মৃ.০৬/১১/১৯৭০)

১৯২১ - লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯২২ - ভারতীয় কণ্ঠশিল্পী ভারত-রত্ন পণ্ডিত ভীমসেন জোশী।(মৃ.২৪/০১/২০১১)

১৯২৫ - জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।( মৃ.২০১৩)

১৯৩৬ - ফজল শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক ব্রায়ান ডেভিড জোসেফসন।

১৯৪০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার গাও শিংশিয়ান।

১৯৪৩ - কেন থম্পসন, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও প্রোগ্রামার, বি প্রোগ্রামিং ভাষার সহ-স্থপতি।

১৯৪৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক রিচার্ড রয়েস শ্রক।

১৯৭৪ - ঊর্মিলা মাতন্ডকর, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৭ - মেক্সিকান অভিনেত্রী ও গায়ক ইরান কাস্টিলো।

১৯৮২ - ইংরেজ ফুটবল খেলোয়াড় রিচার্ড লোগান।

১৯৮৬ - মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৯৯ - তৌফিক সুলতান, বাংলাদেশি কবি ও লেখক।

ঘটনাবলী :

৬৩৪ - দাসিনের যুদ্ধ: মুসলিমরা গাজার নিকটে বাইজেন্টাইনদের পরাজিত করে।

১৬২৮ - সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।

১৭৮৩ - ইতালিতে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৭৮৩ - যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বৈরিতার অবসান ঘটে।

১৭৮৯ - জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৭৯২ - যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।

১৭৯৪ - ফরাসি আইনসভা দাসপ্রথা বিলুপ্ত করে। ১৮০২ সালে ফরাসি ওয়েস্ট ইন্ডিজে তা পুনরায় চালু হয়।

১৭৯৭ - ইকুয়েডরে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৮০১ - জন মার্শাল যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

১৮৯৯ - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিপাইনের বিদ্রোহের সূচনা ঘটে।

১৯০৪ - রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।

১৯১৫ - জার্মানির বিরুদ্ধে ব্রিটেনে নৌ অবরোধ ঘোষণা করে।

১৯১৬ - তুরস্কের যুবরাজ ইউসুফ ইজেদিন আততায়ীর হাতে নিহত হন।

১৯২২ - বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার "স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস"-এর দ্বারোদ্‌ঘাটন করেন।

১৯৪৫ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন রাশিয়ার ইয়েল্টা নগরীতে বৈঠক করেছিলেন।

১৯৪৮ - সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়।

১৯৪৯ - নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৫২ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।

১৯৬৯ - ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।

১৯৭২ - বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।

১৯৭৫ - যশোরের নির্বাচিত সাংসদ মাইনুদ্দিন মিঞাজী আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৫ - গ্রোজনিতে চেচেন বিদ্রোহীরা প্রথম রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করে।

১৯৯৭ - ইসরাইলে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় ৭৩ সৈন্য নিহত হয়।

১৯৯৮ - আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।

২০০৪ - সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

২০১৯ - ওয়েল্ফশন মানবকল্যান সংঘ সামাজিক সংগঠন চালু করা হয়।

২০২০ - ওয়েলফশন লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!