বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে স্বর্নকলি স্কুলের সহকারী শিক্ষক ও আবৃত্তিকার শাহানাজ পারভীন শিলুকে সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি ও নবধারার সম্পাদক মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ার ত্রিবেণী সাংস্কৃতিক একাডেমিতে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলা একাডেমির পরিচালক শাহাদাৎ হোসেন নিপু এই কমিটি ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো। অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ সময় দেশবরেণ্য আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাশার, কোলকাতার আবৃত্তি শিল্পী চন্দ্রিকা বন্দোপাধ্যায়, শিল্পী রাখাল কিশোর ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ.কম/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

