অপ্রত্যাশা
- এস এম নাহিদ হাসান
অপাত্রে প্রাপ্তির আশা ছাই,
জানিনা কেন পাই বারে বারে
তাহাই যে ধনে মোর অধিকার নাই!
কষ্টের যে ক্লেষ্ট বেশি,
নাকি ক্লেষ্টের চেয়ে শিষ্ট?
না বুঝে তাহার পদতলে পড়ি
অহংকারে হই পিষ্ট!
অনধিকারে অধিকারী তাই
অধিকারেতে পাপ,
অধিকরনের অধিকারে তাই
স্বাধীকরনের ছাপ!
একুশে সংবাদ/এ.জে