AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীত শেষে এসি সার্ভিসিং করার কার্যকর কয়েকটি উপায়


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৬:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

শীত শেষে এসি সার্ভিসিং করার কার্যকর কয়েকটি উপায়

শীত শেষে এসি দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ধুলাবালি জমে গিয়ে কার্যকারিতা কমে যেতে পারে। সঠিকভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এসির আয়ু বাড়ে এবং বিদ্যুৎ খরচও কমে। 

চলুন জেনে নেওয়া যাক, এসি সার্ভিসিং করার কয়েকটি কার্যকর উপায়

১.এয়ার ফিল্টার পরিষ্কার করুন

এসির সামনের কভার খুলে ফিল্টার বের করুন। সাধারণ পানিতে ধুয়ে ময়লা পরিষ্কার করুন। যদি ময়লা জমে থাকে, তাহলে হালকা সাবান বা ফিল্টার ক্লিনার ব্যবহার করতে পারেন।

২.পাওয়ার সংযোগ বন্ধ করুন

প্রথমেই এসির বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। এতে নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্ঘটনা এড়ানো যাবে। পুরোপুরি শুকিয়ে নিলে পুনরায় ফিল্টারটি লাগিয়ে দিন।

৩.ইভাপোরেটর ও কন্ডেনসার কয়েল পরিষ্কার করুন

ইভাপোরেটর ও কন্ডেনসার কয়েলে ধুলা জমার কারণে এসির কার্যকারিতা কমতে পারে। নরম ব্রাশ, ব্লোয়ার বা স্প্রে ক্লিনার দিয়ে ময়লা পরিষ্কার করুন। পরিষ্কারের পর পুরোপুরি শুকাতে দিন।

৪.ড্রেন পাইপ পরিষ্কার করুন

ড্রেন পাইপ ময়লা জমে বন্ধ হয়ে গেলে পানি নিষ্কাশনে সমস্যা হয়। পাইপটি খুলে পানি দিয়ে পরিষ্কার করুন এবং ব্লোয়ার দিয়ে ভেতরের ময়লা বের করুন।

৫.ফ্যান ও ব্লোয়ার পরিষ্কার করুন

এসির ভেতরের এবং বাইরের ফ্যান ও ব্লোয়ারে ধুলা জমলে হাওয়া কমে যায়। এ পরিস্থিতিতে নরম ব্রাশ বা কাপড় দিয়ে এগুলো ভালোভাবে মুছে নিন।

৬.গ্যাসের চাপ পরীক্ষা করুন

এসির গ্যাস লিক হলে বা কমে গেলে কুলিং কমে যেতে পারে। নিজে পরীক্ষা করতে না পারলে একজন টেকনিশিয়ানের সাহায্য নিন। প্রয়োজনে গ্যাস রিফিল করুন।

৭. রিমোট ও অন্যান্য অংশ পরীক্ষা করুন

রিমোটের ব্যাটারি পরীক্ষা করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। এসির সেটিংস ঠিক আছে কি না, তা নিশ্চিত করুন।

৮. টেস্ট রান করুন

সব পরিষ্কার ও পুনরায় সংযোগ দেওয়ার পর এসি চালু করে দেখুন। তাপমাত্রা নিয়ন্ত্রণ, কুলিং স্পিড ও শব্দ পরীক্ষা করুন।

শীত শেষে নিয়মিত এই কয়েকটি ধাপে এসি সার্ভিসিং করলে এসি দীর্ঘস্থায়ী হয় এবং বিদ্যুৎ খরচও কমে। যদি নিজের পক্ষে সম্পূর্ণ সার্ভিসিং সম্ভব না হয়, তাহলে পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নিতে পারেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!