একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি। তা হল, বিয়ের পরে নাকি মেয়েরা মোটা হয়ে যায়। আমাদের পরিচিত অনেককেই দেখা গিয়েছে বিয়ের পরে তাঁদের ওজন বেড়ে গিয়েছে৷ এর পিছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে৷ এবং তা বৈজ্ঞানিক৷
ওজন পরিবর্তন বিভিন্ন কারনে হয়। যেমন জেনেটিক্স, জীবনধারা এবং হরমোনের পরিবর্তন দ্বারা প্রভাবিত হতে পারে।
বিয়ের পর নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে ইস্ট্রোজেন হরমোন বাড়ে। এই হরমোন খাদ্য থেকে চর্বি শোষণ হওয়ার পর দেহে জমাতে থাকে যে জন্য একজন বিবাহিত মেয়ে সহজেই মোটা হয়ে যায়।
একুশে সংবাদ.কম/ট.ই.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

