ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. রাজধানী
  4. সারাবাংলা
  5. আন্তর্জাতিক
  6. অর্থ-বাণিজ্য
  7. খেলাধুলা
  8. বিনোদন
  9. শিক্ষা
  10. তথ্য-প্রযুক্তি
  11. অপরাধ
  12. প্রবাস
  13. পডকাস্ট

কয়েকটি কথা মাথায় রাখলে বিবাহিত জীবন হবে চরম সুখের


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৭:৩৪ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩
কয়েকটি কথা মাথায় রাখলে বিবাহিত জীবন হবে চরম সুখের

মানুষের জীবনে নানা সময়ে নানারকম সম্পর্ক তৈরি হয় আবার ভাঙে৷ কিন্তু যাঁরা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বামী ও স্ত্রীয়ের সম্পর্ক। বিবাহিত জীবনের পরে এঁরাই একে অপরের সবচেয়ে কাছের মানুষ হন, হন সবচেয়ে কাছের বন্ধুও। 

 

কিন্তু অনেক সময়েই এই সম্পর্কে চিড় ধরে সামান্য কোনও কারণে৷ সামান্য কোনও ঘটনায় একে অপরের থেকে দু’জন অনেকখানি দূরে সরে যান৷ দাম্পত্যের সম্পর্ক কী করে মজবুত রাখা যায়, তার কয়েকটি বিষয় তাই খেয়াল রাখা একান্তই দরকার।

 

সামান্য কয়েকটি অসাবধানতাবশত বলে ফেলা কথা অনেক সময়ে মারাত্মক প্রভাব ফেলে দাম্পত্য জীবনে৷ ছোটখাটো কয়েকটি ভুল একটি সম্পর্ককে একেবারে শেষ করেও দিতে পারে৷ এই প্রেক্ষিতে প্রথম থেকেই কয়েকটি বিষয় মেনে চলা একান্তই জরুরি৷ আসুন জেনে নিই সেগুলি।

 

একে অপরের প্রতি শ্রদ্ধা: সম্পর্কের ক্ষেত্রে যেমন ভালবাসা থাকা প্রয়োজন, তেমনি একে অপরের প্রতি শ্রদ্ধা থাকাটাও খুব জরুরি। আপনার সম্পর্কের মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে আপনার সঙ্গীর কাজ, তার পরিবার এবং তার অনুভূতিকে সম্মান করা উচিত।

 

একে অপরকে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ: সকল সম্পর্কের ভিত নির্ভর করে বিশ্বাসের উপর, স্বামী-স্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আস্থা থাকা খুবই জরুরী। আপনার সম্পর্ককে মজবুত রাখতে, ছোট ছোট বিষয়ে সন্দেহ করা এড়িয়ে চলুন এবং একে অপরের প্রতি এবং আপনার সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন।

 

রাগের সময় নিজের কথাকে নিয়ন্ত্রণ করুন: ছোটখাটো মারামারি এবং ঝগড়া প্রতিটি সম্পর্কের মধ্যেই ঘটে, তবে এর অর্থ এই নয় যে আপনি রাগ এবং ঝগড়ার আড়ালে আপনার সঙ্গীকে সরাসরি খারাপ কিছু বলবেন। অনেক সময় ঝগড়ার মধ্যে বলা কথা হৃদয়ে বসে যায় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে থাকে।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর