AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই খাবারগুলোর সঙ্গে মধু মিশিয়ে খেলে হু-হু করে ঝরবে পেটের চর্বি!


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০১:৩০ পিএম, ৩ আগস্ট, ২০২২

এই খাবারগুলোর সঙ্গে মধু মিশিয়ে খেলে হু-হু করে ঝরবে পেটের চর্বি!

 

প্রতিদিন মধু খেলেই কমবে ওজন। এটা পড়ে অনেকেই অবাক হতে পারেন। বলতে পারেন, মধুতে তো চিনি আছে। সেই চিনি খেয়ে কীভাবে ওজন কমবে? হ্যাঁ, প্রক্রিয়াজাত চিনি থাকলেও মধু স্বাস্থ্যকর ভিটামিন এবং খনিজে ঠাসা।

 

পরিশোধিত চিনিকে ‘ক্যালোরি শূন্য’ বলা হয়, অর্থাৎ এর কোনও পুষ্টিগুণ নেই। শুধু অত্যধিক চিনি খাওয়ার ফলে নয়, ভিটামিন এবং খনিজের অভাবেও ওজন বাড়তে পারে। মধু এতে ভারসাম্য নিয়ে আসে। মধু পরিমিত পরিমাণে খাওয়া হলে সেটা পুষ্টিকর, ওজন কমাতে সাহায্য করে। আমেরিকান কলেজ অফ নিউট্রিশনের গবেষণা অনুসারে, রাতে শোয়ার আগে মধু খেলে ঘুমের কয়েক ঘণ্টার মধ্যেই ক্যালোরি পুড়তে শুরু করে।

 

মধু ও লেবু জল: এটা ওজন কমানোর সবচেয়ে জনপ্রিয় উপায়। এক গ্লাস জলে এক টুকরো লেবু এবং এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেতে হয়। এই পানীয় ক্যালরি পোড়ানোর সঙ্গে সঙ্গে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখে। মধু, লেবুর জল ফোলা কমাতেও সাহায্য করে। পাশাপাশি বিপাক প্রক্রিয়াও উন্নত হয়।

 

মধু আর রসুন: সর্দি-কাশির চিকিৎসার পাশাপাশি ওজন কমাতে বহু বছর ধরে যে প্রতিকারের ব্যবহার চলে আসছে তার মধ্যে একটা হল রসুন এবং মধুর মিশ্রণ। রসুনের কড়া গন্ধ, তাই অনেকেই কাঁচা খেতে পারেন না। এর সঙ্গে অল্প মধু মিশিয়ে নিলেই এর স্বাদ পাল্টে যাবে। গরম জলের সঙ্গে এই মিশ্রণটা খেলে ওজন কমানো ছাড়া অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও মিলবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মধু-রসুনের জুড়ি নেই।

 

মধু, দারচিনির জল: ওজন কমানোর জন্য দারচিনি এবং মধুর ব্যবহার ফিটনেস বজায় রাখার সর্বশ্রেষ্ঠ কৌশলগুলির মধ্যে একটি। প্রতিদিন গ্রিন টি-র কাপে এক চা চামচ মধু এবং আধা চা চামচ দারুচিনি মিশিয়ে পান করতে হবে। এই দুটি উপাদানের বিপাকীয় বৈশিষ্ট সারাদিন তরতাজা রাখবে।

 

গ্রিন টি এবং মধু: ইদানীং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গ্রিন টি। নিঃসন্দেহে এর স্বাস্থ্য উপকারিতা অনেক। তবে তিতকুটে স্বাদ এবং গন্ধের জন্য অনেকেই এটা এড়িয়ে যান। কিন্তু এক কাপ গ্রিন টিতে এক চামচ মধু যোগ করলেই এর স্বাদ অন্যরকম হয়ে যাবে।

 

দুধ আর মধু: দুধ সুষম আহার। এর নিজেরই অনেক স্বাস্থ্য সুবিধে রয়েছে। এক চামচ মধু মেশালে এক গ্লাস দুধকে সামগ্রিকভাবে আরও স্বাস্থ্য উপকারি করে তোলে। দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে বিপাক প্রক্রিয়া ভালো থাকে, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, রক্তচাপ কমে এবং পেটের চর্বি ঝরিয়ে দেয়।

 

একুশে সংবাদ.কম/প.আ.জা.হা

Link copied!