AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০১:০৬ পিএম, ১৮ মে, ২০২২
সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে হার্ট অ্যাটাক করে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। বেশির ভাগ হার্ট অ্যাটাকের আগ মুহূর্ত পর্যন্ত রোগী কিছুই বুঝতে পারে না। এগুলোকে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। হৃদযন্ত্র যখন ঠিক মতো অক্সিজেন গ্রহণ করতে না পারে তখন কিছু লক্ষণ দেখা দেয়। অসচেতনতার কারণে অনেক সময় বিভিন্ন লক্ষণ দেখা দিলেও আমরা গুরুত্ব দেই না। একটু সচেতন হলেই সাইলেন্ট হার্ট অ্যাটাকে মৃত্যু রোধ করা সম্ভব। জেনে নেয়া যাক কোন কোন লক্ষণে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে।

হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ হচ্ছে বুকে ব্যথা। যদিও বুকে ব্যথার আরও নানা কারণ থাকতে পারে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, বেশিরভাগ হার্ট অ্যাটাকে বুকের বাম দিকের মধ্যখানে অস্বস্তিবোধ হয়। এই অস্বস্তি বেশ কয়েক মিনিট স্থায়ী হতে পারে। আবার বারবার ফিরে আসতে পারে এই অস্বস্তি বা ব্যথা। বুকে চাপ লাগা, ভারি লাগা কিংবা ব্যথাবোধ হতে পারে।
  
গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে যেমন বুক জ্বালাপোড়া করা, বমি ভাব অথবা পেটে ব্যথা। পেটের ব্যথা মাঝ বরাবর উপরের দিকে উঠতে পারে। এই ধরনের ব্যথা কয়েক মিনিট স্থায়ী হতে পারে। এছাড়া পেট ও বুকের অংশ ভারি বোধ হতে পারে।

মাথা ঘোরা ও দুর্বল লাগাও হার্ট অ্যাটাকের লক্ষণ। হতে পারে শ্বাসকষ্টের মতো সমস্যাও। অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলেন রোগী।
বুকের ব্যথা ছড়িয়ে পড়া হার্ট অ্যাটাকের লক্ষণ। অনেক সময় ব্যথা বাম দিকের ঘাড়, গলা ও বাহুতে ছড়িয়ে পড়ে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

একুশে সংবাদ/বা.ট্রি/রখ

Link copied!