গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর তিন সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রসিকিউশনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচারকার্য সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
মামলার সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির করা হয়েছে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, যিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত।
এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয়।
অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় ১ হাজার ৪০০ জন ছাত্র ও সাধারণ নাগরিককে হত্যার নির্দেশনা, উসকানি ও সহায়তার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

