২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ (রোববার, ২৭ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে ১৭ জুলাই মামলার আপিল শুনানি শুরু হয়। পরে ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও ওইদিন তা অনুষ্ঠিত হয়নি। সেই ধারাবাহিকতায় আজ ফের শুনানির দিন নির্ধারিত রয়েছে।
গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন—মামলার ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনগুলোর ওপর চূড়ান্ত রায় দেন, যেখানে তারেক রহমান ও বাবরসহ কয়েকজনকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ ১৩ মার্চ আপিল বিভাগের অনুমতির (লিভ টু আপিল) জন্য আবেদন করে। এটি চেম্বার জজ আদালতের মাধ্যমে নিয়মিত বেঞ্চে পাঠানো হয় এবং ১ জুন আপিল বিভাগের অনুমতি মেলে।
রাষ্ট্রপক্ষ সারসংক্ষেপ দাখিলের পর ১৫ জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছিল, যার ধারাবাহিকতায় আজকের শুনানি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ২০০৪ সালের ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হন এবং শতাধিক আহত হন। ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত।
একুশে সংবাদ/বা.জা/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

