রাজধানীর চাঁনখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একইসঙ্গে আসামিদের দায়মুক্তির আবেদন নামঞ্জুর করা হয়েছে।
এর আগে সকালে মামলার চার আসামি— কনস্টেবল সুজনসহ আরও তিনজনকে আদালতে হাজির করা হয়।
গত ৩ জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার অভিযোগ গঠন শুনানি শেষ হয়। সেদিনই ১৪ জুলাই আদেশের তারিখ ধার্য করা হয়।
হাজির হওয়া আসামিরা হলেন— শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।
এ মামলায় আরও চার আসামি পলাতক। তারা হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গ্রেপ্তার চার আসামির পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হয়, একই আবেদন পলাতকদের পক্ষেও করা হয়েছিল রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর নির্দেশ দেয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাটি গত ২৫ মে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে আমলে নেয়।
এদিকে, সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ৩ আসামি এবং রামপুরায় কার্নিশ থেকে ঝুলন্ত আমির হোসেনকে গুলি করার ঘটনায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারসহ ২ জনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এছাড়া ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি অভিযানে ৯ তরুণকে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ আরও তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে