আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১৩ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।
আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গ্রহণের পর প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে বলা হয়, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ওপর সংঘটিত ১১টি গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বর্তমান ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের ১৬ জন ব্যক্তি। ভুক্তভোগীদের ভাষ্য, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তারা এসব গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে