সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) হামিদুল হকের নামে থাকা চারটি ব্যাংক হিসাবের মোট ৪০ কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ এবং সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী আদালতে আবেদন করেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি তার ব্যাংক হিসাবে থাকা অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন হয়ে পড়ে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চলতি বছরের ২১ এপ্রিল, হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

