নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে ওই প্রতিবেদনে অসন্তুষ্ট হয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
আদালত বলেছেন, প্রতিবেদনটি অস্পষ্ট। প্রতিবেদনে সুলতানা জেসমিনকে গ্রেফতারের প্রক্রিয়া সম্পর্কে কিছু বলা হয়নি। তাকে গ্রেফতারের পর আত্মীয় স্বজনকে জানানো হয়েছিল কি না-সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
জানা যায়, গত ১৯ মার্চ সুলতানা জেসমিনকে আটক করে হেফাজতে নেয় র্যাব । আটকের ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা হয়। আর হেফাজতে নেয়ার পর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৪ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন।
একুশে সংবাদ/বিএইচ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

