AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৯ পিএম, ২৬ মে, ২০২৪

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেছে। আগামী ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা। এ লক্ষ্যে ৮ বিভাগীয় শহরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (২৬ মে) এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রটি জানিয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরের (বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট) জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে। শিগগিরই পরীক্ষার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেয়া হবে।

গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৫ মে রাতে শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

প্রার্থীদের মোট তিন ধাপে (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Shwapno
Link copied!