AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০৯ এএম, ৬ মে, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আরও অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। সোমবার (৫ মে) সারা দিন ধরে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৫২ হাজার ৬০০ জনে।

আল জাজিরা এবং তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা। একই সময়ে আহত হয়েছেন আরও ১১৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানায়, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো বহু মানুষ আটকে রয়েছেন। তাদের কাছে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। সব মিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৮ হাজার ৬১০ জনে।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬ হাজার ৫০০ জনেরও বেশি।

এদিকে, গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ৬৫ দিনের অবরোধে গাজার হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। অনেক প্রতিষ্ঠান ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে হাজারো রোগী চরম সংকটে পড়তে যাচ্ছেন।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে অঞ্চলটির বেশিরভাগ অবকাঠামো।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Shwapno
Link copied!