AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৫ এএম, ৫ মে, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় আরও অন্তত ৪০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা ৫২ হাজার ৫৪৫ জনে পৌঁছেছে।

রোববার (৪ মে) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে আহত হয়েছেন আরও অন্তত ১২৫ জন। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে।

ইসরায়েলের সর্বশেষ বিমান ও স্থল অভিযানের সূত্রপাত হয় গত ১৮ মার্চ, হামাসের সঙ্গে চলমান আলোচনা ভেঙে পড়ার পর। নতুন দফায় শুরু হওয়া হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৪০০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৬ হাজার ৩২৫ জন।

চলমান হামলা সম্পর্কে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল যেন পুরো ভূখণ্ডটিকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। একদিকে টানা বিমান ও স্থল অভিযান, অন্যদিকে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মানবিক বিপর্যয় চরমে উঠেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় এখনো ৫৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। হামাসকে নিরস্ত্র এবং গাজার শাসন থেকে সরানো না গেলে কোনো চুক্তি সম্ভব নয় বলেও জানানো হয়।

অন্যদিকে, হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া বন্দি বিনিময় কিংবা অন্য কোনো চুক্তি হবে না। দুই পক্ষের এমন অবস্থানের কারণে মিশর ও কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা এখনো অচল অবস্থায় রয়েছে।

 


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Shwapno
Link copied!