চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামে মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৬টায় পিতা-পুত্রকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।আহতরা হলেন- পাথিলা গ্রামের সাইদুর রহমান (৬৮) ও তার ছেলে জনি (৩৪)।
সাইদুর রহমান জানান, গরু কেনার জন্য গত সোমবার তিনি ব্যাংক থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উত্তোলন করেন। মঙ্গলবার ভোরে একই গ্রামের কিছু ব্যক্তি তার ঘরে ঢুকে জোরপূর্বক টাকা দাবি করলে তিনি অস্বীকার করেন। এরপর হাসুয়া দিয়ে আঘাত করে তাকে ও তার ছেলেকে মারধর করে তারা।
অভিযোগ করা হয়েছে যে,হাসমত, বাচ্চু, কোরবান, রাজ্জাক, আসরা এবং মিনাল নামের ছয় ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত। তারা নগদ অর্থ ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
অভিযুক্ত আশরাফুল ইসলাম বলেন,“টাকা ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা। সাইদুর ও তার ছেলে জনি আমাদের লোকদের ওপর আগে হামলা করে। আজ সকালে ঘটনার বিষয়ে কথা বলতে গেলে উল্টো হাতাহাতি হয়।”
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান,“এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে