AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের ৪ দেশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৩ পিএম, ২৩ মার্চ, ২০২৪
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের ৪ দেশ

এবার স্পেনসহ ইউরোপের চার দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। খবর রয়টার্সের

দেশেগুলোর মধ্যে রয়েছে- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ইতোমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।

গতবছরের নভেম্বরে আরব রাষ্ট্রগুলো ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে স্পেনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা ফিলিস্তিন–ইসরালয়ের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়।

স্পেনের পক্ষ থেকে সানচেজ আশা প্রকাশ করে বলেন, তার সরকারের মেয়াদের মধ্যেই এ স্বীকৃতি মিলবে। সানচেজ আরও বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছান।

বৈঠকের পর আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আমরা সম্মত হয়েছি। ফলে ইসরায়েল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!