AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলবিরোধী মন্তব্য করলেই গ্রেপ্তার করছে সৌদি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৮ পিএম, ২ মে, ২০২৪
ইসরায়েলবিরোধী মন্তব্য করলেই গ্রেপ্তার করছে সৌদি

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকা বেশ বিতর্কিত। এর মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ইসরাইলবিরোধী পোস্ট করায় দেশটিতে অনেককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।


মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইসরাইল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন। জানা গেছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করে তার কোম্পানি। 

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাজায় চলমান হামাস ও ইসরাইল যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করেছিলেন ওই কর্মকর্তা।

এদিকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয়। বিশ্বের অনেক মুসলিম দেশের নাগরিকদের ইসরাইলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কট করতে দেখা যাচ্ছে। এর জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

সৌদি সরকারের একটি সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, সৌদিতে ইরানপন্থি একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে- এমন আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তবে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরাইল বিরোধী অবস্থানের কারণে মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেটি স্পষ্ট নয়।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!