AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স অনুমোদন, দ্রুত কার্যক্রম শুরু হবে


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮:৩৩ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স অনুমোদন, দ্রুত কার্যক্রম শুরু হবে

যুক্তরাষ্ট্রের এনজিএসও (Non-Geostationary Satellite Orbit) সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আনুষ্ঠানিক লাইসেন্স পেয়েছে। সোমবার (২৮ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ লাইসেন্স অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ "NGSO Satellite Services Operator in Bangladesh" শীর্ষক গাইডলাইন জারি করে। এরপর স্টারলিংক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ বিটিআরসিতে আবেদন করে। ২১ এপ্রিল কমিশনের ২৯৪তম সভায় নীতিগতভাবে স্টারলিংককে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট খাতে নতুন যুগের সূচনা করলো। শ্রীলঙ্কার পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ যেখানে স্টারলিংক সেবা চালু করছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংক আনার দাবি জোরালো হয়। সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিয়ে স্পেসএক্স সিইও ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেন এবং ৯০ দিনের মধ্যে সেবা চালুর অনুরোধ জানান। বিডা, বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এ লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে।

ফয়েজ তৈয়্যব আরও বলেন, স্টারলিংক সেবা চালু হলে:

  • বিদ্যুৎ বিভ্রাটের সময়েও ইন্টারনেট সংযোগ বজায় থাকবে,

  • দুর্গম হাওর, দ্বীপাঞ্চল ও পার্বত্য এলাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট পৌঁছাবে,

  • ফাইবার নেটওয়ার্কের সীমাবদ্ধতা পেরিয়ে টাওয়ারগুলোর সংযোগমান উন্নত হবে,

  • মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা বাড়বে,

  • ডিজিটাল সার্ভিস ভিত্তিক নতুন ইকোসিস্টেম তৈরি হবে।

তিনি আরও বলেন, "স্টারলিংকের মাধ্যমে কমিউনিকেশন সেক্টরে ডিরেগুলেশন ও সমান সুযোগ তৈরি হবে, শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমবে।"

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে
 

Shwapno
Link copied!