কমবেশি সবাই স্প্যাম কলের ঝামেলায় পড়েছেন। স্প্যাম কলগুলো বেশি আসে জরুরি কাজের সময়ই। সেই সঙ্গে স্প্যাম কলে প্রতারণার ঘটনাও সবচেয়ে বেশি। এজন্য আইফোনে যুক্ত করেছে নতুন ফিচার। যার মাধ্যমে স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
আইফোনের জন্য বিশেষ ফিচার আনছে ট্রুকলার। এতদিন আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা পেতেন বেশি। এবার আইফোন ইউজারদের জন্য আকর্ষণীয় ফিচার আনছে ট্রুকলার। আসছে, ‘অটো ব্লক স্প্যাম’ অপশন।
নতুন এই ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয়, ব্লক করে দেবে অপরিচিত স্প্যাম নম্বরগুলোকে। ফলে দিনভর ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না আইফোন ব্যবহারকারীদের।
প্রশ্ন হচ্ছে, কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে অ্যাপ? কল লগে মিসড কল হিসেবে দেখাবে এই স্প্যাম ফোনগুলোকে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।
একুশে সংবাদ//জা.নি//র.ন
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
