AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেনে নিন- সহজ উপায়ে হটস্পটে নাম বদলানোর প্রক্রিয়া


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:০৮ পিএম, ৯ মে, ২০২২
জেনে নিন- সহজ উপায়ে হটস্পটে নাম বদলানোর প্রক্রিয়া

ছবি: সংগৃহীত

বর্তমানে ইন্টারনেট ছাড়া জীবন একেবারে অচল।জরুরি কাজের সময় ডাটা শেষ হয়ে যাওয়া নতুন কোনো ব্যাপার না।এক্ষেত্রে হটস্পটের মাধ্যমে একটি ফোনে থাকা ইন্টারনেট অন্য ফোনে শেয়ার করা সম্ভব।শুধু ফোনে নয়, হটস্পটের মাধ্যমে নেট শেয়ার করে ল্যাপটপ, ট্যাবসহ বিভিন্ন ডিভাইসেও ব্যবহার করা যায়।প্রতিটি ফোনের হটস্পটের একটি নিজস্ব নাম থাকে।সেই নামের মাধ্যমেই অন্য ডিভাইসে কানেক্ট করা যায়।ফোন কেনার সময় প্রতিটি মডেল নাম দিয়েই ফোনের হটস্পট থাকে।তবে আপনি চাইলেই আপনার ফোনের হটস্পটের নাম বদলে ফেলতে পারেন।

এতে খুব সহজেই আপনার হটস্পটটি খুঁজে পাওয়া যাবে।তবে অনেকেই হটস্পটের নাম পরিবর্তন কীভাবে করতে হয় তা জানেন না। চলুন জেনে নেওয়া যাক খুব সহজেই যেভাবে কাজটি করতে পারবেন-

> প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।
> সেখান থেকে হটস্পট সেটিংস অপশনে ট্যাপ করুন।
> এখানেই থাকবে আপনার হটস্পটের বর্তমান নাম। সেই নামটি ডিলিট করে আপনার পছন্দমতো নতুন নাম দিন।
> এরপর সেভ করুন। পরে ওই নামই সব জায়গায় দেখাবে। আবার যদি বদলাতে চান তাহলে একই উপায়ে কাজটি করতে হবে।

এছাড়াও একই উপায়ে আপনার প্রিয় স্মার্টফোনের ডিভাইস নেমও পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে খুব সাধারণ কয়েকটি বিষয় মেনে চলতে হবে। প্রথমে সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশন ট্যাপ করুন। সেখানে ডিভাইস নেম সিলেক্ট করুন। এরপর পছন্দের নাম দিয়ে সেভ করুন।

 

একুশে সংবাদ/জা.গো/এস.আই

 

Link copied!