গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। সেখানে নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি করপোরেশন বাদে) ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৯ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৩৪৫ জনে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
তুলনামূলকভাবে, ২০২৩ সালে এই রোগে মোট প্রাণহানি ঘটে ১ হাজার ৭০৫ জনের। একই বছরে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

