গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৫ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৯৫২ জনই ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৫ জনের।
২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে