বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
বুধবার (২৫ অক্টোবর) ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ গণমাধ্যকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে তাকে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

