AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড়ছে শনাক্তের হার, আঁচড়ে পড়ছে করোনা মহামারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২২ পিএম, ২৪ জুন, ২০২২

বাড়ছে শনাক্তের হার, আঁচড়ে পড়ছে করোনা মহামারি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ১৬৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনে। শনাক্তের হার ১২ দশমিক শূণ্য ১৮ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ । ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনে অপরিবর্তীত রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

 

শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৮৫০টি । নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৩৩ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক শূণ্য ১৮ শতাংশ।। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

 

এ সময় ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ১৫৮৪ জন। আর ঢাকা মহানগরে শনাক্ত হয়েছে ১৫১১ জন। চট্টগ্রাম বিভাগ আক্রান্ত হয় ৭১ জন

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী করোনার কোনো ঢেউ চলার সময় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ যদি ৫ শতাংশের নিচে থাকে, তাহলে সেই ঢেউ নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যাবে। বিপরীত দিক দিয়ে করোনা নিয়ন্ত্রণে থাকার অবস্থায় পর দুই সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের বেশি হলে করোনার পরবর্তী ঢেউ ছড়িয়ে পড়েছে বলে ধরা হবে।

 

গত ১৬  জুন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্তের হার ৫ শতাংশের উপরে রয়েছে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!