অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা এবং ® চিহ্ন থাকে। বাজারে কেনাকাটা করতে গেলে আমরা অনেকেই এটা খেয়াল করি। এই TM লেখা ও ® চিহ্নটা নিয়ে অনেকের কৌতুহল থাকে। তবে আসুন আজ জেনে নিই TM লেখা এবং ® চিহ্ন দ্বারা কী বোঝায়।
TM লেখাটির পূর্ণরূপ হলো Trademark (ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা থাকলে বুঝতে হবে নামটি তাদের ব্রান্ডের প্রতীক।
আবার ® লেখাটির মানে হলো Registered Trademark (রেজিস্টারড ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকলে বুঝতে হবে তাদের ব্রান্ডের প্রতীকটি রেজিষ্ট্রেশনভুক্ত।
ফলে অন্য কোনো ব্রান্ড এই প্রতীকটি ব্যবহার করতে পারবে না। অন্য কোনো ব্রান্ড প্রতীকটি ব্যবহার করলে সেই ব্রান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
একুশে সংবা//বা.ভি//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

