গ্রামের বাড়ি। বাড়ির চারপাশে জঙ্গল। মশার উৎপাতও অনেক বেশি। নতুন বিয়ে হয়েছে। বর আর কনে দুজনেই অতিষ্ঠ। মশারিতেও রক্ষা হচ্ছে না। কীভাবে যেন মশা মশারির ভেতরে ঢুকে পড়ে।

বর : হ্যাগো- জানু। কি করি বল তো? মশা থেকে বাঁচার উপায় কী? বাসররাতটাই মাটি করে দেবে মশারা।
কনে : একটু ভাবতে দাও। একটা উপায় তো বের করতে হবে।
বর : ভাবো- ভাবো- আজকের মশাকে ফাঁকি দিতেই হবে। নইলে আমাদের বাসররাত বৃথা যাবে।

কনে : বুদ্ধি একটা পাইছি। হালার মশাদের আজকের ফাঁকি দেবোই।
বর : কী বুদ্ধি পাইছো-তোমাদের তো চুলে চুলে বুদ্ধি। বল কী বুদ্ধি পাইছো।

কনে : মশারিটা ভালো করে খাটাও। তারপর দেখো কি করি!
বর : এই চোখের পলকে মশারি খাটাচ্ছি। বল- এখন কী করবো।
কনে : চলো খাটের নিচে। আমরা আজ খাটের নিচে শুয়ে বাসররাত কাটাবো। মশারা বুঝতেই পারবে না যে আমরা মশারির মধ্যে নেই। ওরা মশারির চারপাশে ঘুরবে আর আমরা খাটের নিচে বসে মজা করে বাসররাত কাটাবো। হা-হা- হা।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

