হাবলু ভাই একটি মেয়ের প্রেমে পড়েছে। প্রতিদিন বিকালে মেয়েটির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সেজেগুজে স্মার্ট হয়ে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে শপিং করতে যাচ্ছে।
তখন হাবলু ভাই দৌড়ে গিয়ে পেছন থেকে বলল : ‘হ্যালো- আমার প্রিয়া। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না।’
মেয়েটি ঘুরে দাঁড়িয়ে বলল : ‘ওরে হতচ্ছাড়া, আমি মেয়ে না, মেয়ের মা! খাড়া! তোর কপালে ঝাঁটা মারি।
হাবলু ভাইও বলে উঠলো : ‘ওরে হতচ্ছাড়ি, আমি ছেলে না ছেলের বাবা!’
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

