AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বাঙালিয়ানা’ শব্দটাই যেন ম্লান হয়ে গেল: ঋতুপর্ণা সেনগুপ্ত


Ekushey Sangbad
ফিচার ডেস্ক
০৭:৩৫ পিএম, ২৪ মার্চ, ২০২৩
‘বাঙালিয়ানা’ শব্দটাই যেন ম্লান হয়ে গেল: ঋতুপর্ণা সেনগুপ্ত

বাঙালির কাছে যেন আবেগ, অনুভূতির ‘প্রদীপ’ নিভে গেল। আমার মাথা থেকে পা পর্যন্ত বাঙালি। পোশাকে, কথায়,খাওয়াদাওয়ায়। আমি ওর সঙ্গে দুইটা বিজ্ঞাপনী ছবি করেছিলাম। তার মধ্যে একটি তেলের বিজ্ঞাপন। 

 

সেখানে আমার দ্বৈত চরিত্র। একটি চরিত্রের নাম ঋতু। আর একটির নাম গীতু। প্রদীপদা মজা করে বলেছিলেন, ‘‘দ্যাখ,তোকে কিন্তু এই ছবিতে দুটো দেখানো হবে।’’ খুব মজা করে কাজ করেছিলাম আমরা।

 

প্রদীপদার কাজ নিয়ে কি অল্প কথায় বলা যায়? বাংলার উপন্যাস ‘পরিণীতা’ ওর হাতে পড়ে বিশ্বের দরবারে পৌছে গেল! দাদা বাঙালির আবেগ খুব ভাল বুঝতেন। এই ছবিতে সেটাই ছড়িয়ে দিয়েছিলেন। তাল মিলিয়ে সুর করেছিলেন শান্তনু মৈত্র। গানগুলো এখনও সুযোগ পেলে কান পেতে শুনি। বিশেষ করে, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’-র হিন্দি ভার্সন।
 

যে কোন বয়সের বাঙালি তাই ওর ছবি দেখতে বড্ড ভালবাসে। ওর ‘লগা চুনরি মে দাগ’ আমার আরও একটি প্রিয় ছবি।

 

মুম্বাই গেলে দাদার সঙ্গে দেখা করা আমার রুটিন ছিল। ওর সঙ্গে আড্ডা দিতে ভাল লাগত। একদম ঘরোয়া,
মাটির মানুষ। এত তাড়াতাড়ি চলে যাবেন, ভাবতেই পারিনা। অনেক ভাল ভাল কাজ রেখে গেলেন আগামী প্রজন্মের জন্য। প্রদীপদা, তুমি যেখানেই থাকো খুব ভাল থেকো।

একুশে সংবাদ.কম/সম 

Link copied!