AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপনি নারী নাকি পুরুষ?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৫৯ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০
আপনি নারী নাকি পুরুষ?

ঃ সত্যি করে বলুন তো আপনি কে নারী না পুরুষ ?
ঃ সত্যিই কি আপনি নারী/পুরুষ ?
এই কাল্পনিক সংলাপগুলোই অদূর ভবিষ্যতে আপনার আশে পাশে শোনা গেলে তাতে অবাক হবার কিছু থাকবে না।

ইংরেজিতে তাদের বলে Transgender ট্রান্সজেন্ডার।এর বাংলা প্রতিশব্দ  ঠিক জানা নেই।
মানব জাতির মধ্যে নতুন একটি ধারার আবির্ভাব ঘটেছে - সংখ্যায় এবং অধিকারের দাবিতে তারা দ্রুত জোরদার হচ্ছে। 
ট্রান্সজেন্ডার কাদের বলে , এটা অনেকেরই জানা নেই। ট্রান্সজেন্ডার হলো নারীর মতো দেখতে পুরুষ বা পুরুষ হতে বিশেষ পদ্ধতিতে রূপান্তরিত নারী  বা নারী হতে পুরুষে পরিবর্তিত হ ওয়া নারী। এদের আবার কেউ যেন হিজড়া ধারার মানুষদের সাথে মিলিয়ে ফেলবেন না। ট্রান্সজেন্ডার হিজড়াদের থেকে আলাদা।
 অর্থাৎ একজন ট্রান্স নারী জন্মেছিল পুরুষ হয়েই এবং জেনেটিক ও শারীরিকভাবে সে পুরুষ। কিন্তু মনের দিক হতে সে নিজেকে নারী ভাবে এবং সে পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেভাবে নিজেকে উপস্থাপিত করতে চায় । তাদের এই অনুভূতি এতো তীব্র যে তারা বিশ্বাস করে যে তারা ভুল শরীরে জন্মগ্রহণ করেছে। তাই তারা এখন আধুনিক বিজ্ঞানের সাহায্য নিয়ে যতোদূর সম্ভব তাদের ধারণা অনুযায়ী নারী বা পুরুষে ( মেয়েদের বেলায়) পরিণত হচ্ছে।
 নারী হ ওয়ার জন্য এ সকল পুরুষরূপী মানসিক নারীরা নারীদের হরমোন গ্রহণ করছে। শুধু তাই নয়- তারা নিজেদের দেহে সার্জারি করিয়ে নারীতে পরিণত হচ্ছে -যতোদূর সম্ভব; যদিও তারা কোন দিন মা হতে পারবে না।কিন্তু তারা এতেই খুশি। আবার যে সকল নারী পুরুষে পরিণত হতে চাইছে তারা পুরুষদের হরমোন গ্রহণ করা ছাড়াও সার্জারির মাধ্যমে পুরুষদের মতো প্রজনন অংগ ( বাহিরে) লাগিয়ে নিচ্ছে; যদিও তারা কোনদিন বাবা হতে পারবে না ।

ট্রান্সজেন্ডারদের প্রতি কোন বিরূপ মানসিকতা প্রকাশ এই প্রচ্ছেদের উদ্দ্যেশ্য নয়।প্রকৃতির একটি অংশ নিয়ে আলোচনাই এই প্রচ্ছেদের উদ্দ্যেশ্য।

একুশে সংবাদ/তাশা

 

 

 

Link copied!