AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তাল সাগর, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০০ এএম, ২৬ জুলাই, ২০২৫

উত্তাল সাগর, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা

অমাবস্যা ও নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর অস্বাভাবিক রূপ নিয়েছে। এই অবস্থায় উপকূলবর্তী ১৫টি জেলা ও দ্বীপ অঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় এ সতর্কতা জারি করা হয়।

বার্তায় জানানো হয়, অমাবস্যা ও সক্রিয় নিম্নচাপের কারণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ এসব জেলার উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চল প্লাবিত হতে পারে।

এতে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ ও তার আশপাশের উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড অঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের মাত্রা বেড়েছে এবং ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলজুড়ে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!